শেরেবাংলার উত্তরসূরী
জাতির কাণ্ডারী ভি.পি. নুর ,
অন্যায়ের যম পুরোপুরি
কণ্ঠে বাজে বিদ্রোহের সুর ।
রক্তচক্ষুকে করেনা ভয়
মানেনা কোনো ছিনিমিনি ,
যতই আসুক বিপর্যয়
ন্যায়ের পক্ষে থাকেন তিনি ।
বরিশালের কৃতী সন্তান
বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ,
ন্যায়ের স্বপক্ষে অবস্থান
সহায় তার মহান স্রষ্টা ।
সৎ আদর্শের পক্ষে আমি
সর্বজনকে থাকতে বলি ,
দেখুক মহান অন্তর্যামী
আমরা ন্যায়ের পথে চলি ।
জুলুমকারীর মাথা কুটে
শক্ত আঘাত হানতে হবে ,
যারা মন্দের পিছনে ছুটে
তাদের ঘৃণা করবো সবে ।
ভি.পি. নুরের সাথে আমরা
রাজপথে লড়াই করবো ,
ভোট চোরের শক্ত চামড়া ,
জনসম্মুখে তুলে ধরবো ।
এস.আই. জনি ঘৃণা করে
নরপিশাচ হায়নাদের ,
যারা নিজের পকেট ভরে
সম্পদ লুটে এই দেশের ।
লোভ লালসার উর্দ্ধে উঠে
বাংলাদেশ বিনির্মাণ করে ,
মুখে যেনো সদা হাসি ফুটে
সুখ শান্তিকে রাখবো ধরে ।
সৎ সাহসী তরুণ নেতা
ভি.পি. নুরের পক্ষে থাকবো ,
আমরা হবো স্বাধীনচেতা
জনস্বার্থে ভূমিকা রাখবো ।
ভি.পি. নুরের পক্ষে দাড়ান
মিথ্যা ভয়কে করুন দূর ,
আগামীর ইমরান খান
বাংলাদেশের ভি.পি. নুর ।
আপনার মতামত লিখুন :